শেয়ার্ড হোস্টিং কি ?

web-hosting.jpg

শেয়ার্ড হোস্টিং

শেয়ার্ড হোস্টিং  একধরনের ওয়েব হোস্টিং সেবা যেখানে অনেক গুলো ওয়েব সাইট একটি সার্ভারে কানেক্ট থাকে এবং প্রত্যেক ওয়েব সাইট একটি অন্যটির থেকে আলাদা আকারে থাকবে ।  হোস্টিং প্রোভাইডার তাদের সার্ভার থেকে আপনাকে প্যাকেজ আকারে কিছু যায়গা দিবে  , যেখানে আপনি আপনার ওয়েব সাইট হোস্ট করতে পারবেন । শেয়ার্ড হোস্টিং  এ  সীমাবদ্ধতা থাকবে , প্রোভাইডারের দেয়া প্যাকেজ অনুযায়ী আপনাকে সেবা নিতে হবে , প্রোভাইডারের দেয়া ফিচারই আপনাকে ইউজ করতে হবে ।

একটি শেয়ার্ড হোস্টিং এর প্যাকেজ দেখা যাক ,

  • ১ জিবি ডিস্ক স্পেস
  • ২০ জিবি ব্যান্ডউইথ
  • ৫০ টি ইমেইল
  • ৫০ টি এডঅন ডোমেইন
  • ৫০ টি ডেটাবেস
  • আপটাইম গ্যারান্টি ৯৯.৯৯%
  • এবং আরো অনেক

অর্থাৎ প্রোভাইডারের বেধে দেয়া স্পেস , ডাটা-ট্রান্সফার বা অন্যান্য ফিচারই আপনাকে ইউজ করতে হচ্ছে । এবং এই টোটাল সার্ভিস টা একটা মেইন সার্ভার থেকে আপনাকে প্রোভাইডারের দিচ্ছে । মনে করেন প্রোভাইডার এর  মেইন সার্ভারে মোট ৫০০ জিবি স্পেস আছে । সেখান থেকে ভার্চুয়াল সিস্টেমে ভাগ করে আপনাকে ১ জিবি দিচ্ছে ।

scroll to top
error: কন্টেন্ট সুরক্ষিত !!