স্কুল ওয়েবসাইট তৈরী করার জন্য আমাদের সেবাসমূহ

school.jpg

স্কুল কলেজের জন্য ওয়েবসাইট তৈরী করেছেন বা করতেছেন

আপনি যদি সরকারের নিয়ম কানুন না মেনে আপনার স্কুল বা কলেজের ওয়েব সাইট তৈরী করেন তাহলে সে ওয়েবসাইট পুনরায় তৈরি করা লাগবে। এখান থেকে স্কুল বা কলেজের ওয়েবসাইট নির্মাণের জন্য সরকারী নিয়ম কানুন দেখে নিন ।

স্কুল ওয়েবসাইট করার জন্য আমাদের সেবাঃ

  • আমরা হোমপেজ স্লাইডার ও স্ক্রিলিং নিউজটিকার সহ সম্পুর্ন ডায়নামিক ফুল ফিচার্ড সাইট করে দেব। যাতে করে পরবর্তিতে ওয়েবসাইট ব্যাবস্থাপনার দায়িত্বে যিনি থাকবেন তিনি সাইটের ব্যাকেন্ড কন্ট্রোলপ্যানেল থেকে যেকোন প্রকার পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ও হালনাগাদ করতে পারেন।
  •  বর্তমান প্রযুক্তির উৎকষর্ততা এবং মোবাইল ও স্মার্টডিভাইসের ব্যবহারের আধিক্যের কথা মাথায় রেখে আপনার ওয়েবসাইট কে সম্পুর্ন রেসপন্সিভ ও যেকোন মাপের (স্ক্রিন রেজুলেশন) ডিভাইসের উপযোগী করে বানানো হবে।
  • শিক্ষার্থী ও অভিভাবকদের যেকোন প্রকার এসএমএস নোটিফিকেশন প্রদানের জন্য আপনাকে একটি ফ্রী বাল্ক এমএমএস একাউন্ট প্রদান করা হবে। এখান থেকে আপনি এসএমএস ক্রেডিট ক্রয় সাপেক্ষে আপনার প্রতিষ্ঠানের নামে (এখানে মোবাইল নাম্বারের বদলে আপনার প্রতিষ্ঠানের নাম দেখা যাবে) শিক্ষার্থী ও অভিভাবকদেরকে ছুটির নোটিশ, বেতন, অভিভাবক সম্মেলনসহ যে কোন প্রকার নোটিফিকেশন সেন্ড করতে পারবেন।
  • যে কোন নোটিশ আপনি আজকে আপলোড দিবেন কিন্তু আপনি এটাকে যেদিন পাবলিশ করতে চান সেটা সংক্রিয়ভাবে সেইদিনই পাবলিস্ট হবে।এখানে আপনার শুধু কাজ কোন দিন পাবলিক হবে শুধু সেই তারিখটি উল্লেখ করে দেওয়া ।
  • প্রতিষ্ঠানের সকল তথ্য যেমন প্রতিষ্ঠান পরিচিতি, প্রধান শিক্ষকের বানী, শিক্ষক ও কর্মচারীদের তথ্য, পাবলিক পরিক্ষার ফলাফল ও তথ্য, ছুটির ক্যালেন্ডার, শ্রেনী রুটিন ইত্যাদির জন্য মেনুবারে ড্রপডাউন মেনু সহ আলাদা আলাদা পেজ করে দেয়া হবে।
  • সাইডবারে গুরুত্বপুর্ন ওয়েবসাইটের লিঙ্ক অন্তর্ভুক্ত করা হবে।
  • ওয়েবসাইটে অনলাইন ভিজিটর ও মোট ভিজিটর দেখার জন্য সাইডবারে নিচের দিলে ভিজিটর কাউন্টার এড করা হবে।
  • ওয়েবসাইটে মোট দুইটি সাইডবার ও মাঝে একটি কলাম সহ তিন কলামে করা হবে এবং সাইডবারে বিভিন্ন তথ্য দিয়ে সাজানো থাকবে (প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে সাইটের লেয়াউট পরিবর্তনযোগ্য)।
  • ওয়েবসাইটের বিভিন্নপেজে ক্লাশ রুটিন, নোটিশ সহ প্রয়োজনীয় ফর্ম সমুহ পিডিএফ আকারে ডাউনলোডের ব্যাবস্থা করা হবে (ওয়েবসাইটের ম্যানেজমেন্ট দায়িত্বে যিনি থাকবেন তিনি নিয়মিত এটি প্রয়োজনমত আপডেট করবেন)।
  • ভর্তির আবেদনের জন্য অনলাইন বেইজ ভর্তি ফর্মের ব্যাবস্থা রাখা হবে। এখানে বিভিন্ন তথ্য পুরন করে শিক্ষার্থীরা প্রিন্ট করে জমা দিতে পারবেন।
  • এখানে দু’ধরনের রেজাল্ট দেখার ব্যবস্থা থাকবে একটা হচ্ছে বোর্ড রেজাল্ট অন্যটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট।
  • শিক্ষার্থী ও শিক্ষকদের ডাটাবেসের জন্য স্কুল ম্যানেজমেন্ট অনলাইন সফটওয়্যার দেয়া হবে । এটার মাধ্যমে যেকোন শিক্ষার্থী তাদের একাউন্টে লগইন করে তাদের সকল ধরনের হালনাগাদ দেখতে ও রিপোর্ট দেখতে করতে পারবে। [শর্ত প্রযোজ্য]
  • এছাড়াও আরো অনেক ফিচার….

আমাদের কাজের ধাপঃ

  • নির্ধারিত প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি হবার পর এবং ডোমেইন-হোস্টিং রেজিস্ট্রেশন করার পর, নির্ধারিত মুল্যের ৬০% পরিশোধের পর আমরা কাজ শুরু করব।
  • কাজ শুরু করার পর, প্রাথমিক ডিজাইন সম্পুর্ন হবারপর আমরা ওয়েবসাইটটি রিভিউ এর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নিকট যোগাযোগ করব।
  • প্রয়োজনীয় সংযোজন বিয়যোজন করে ওয়েবসাইটটিকে ফাইনাল রিভিউ এর জন্য রাখা হবে।
  • ফাইনাল রিভিউ এর পুর্বে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যাবস্থাপনার কাজে নিয়জিত থাকবেন এমন কাউকে অনলাইন মাধ্যমে অথবা সরাসরি সংক্ষিপ্ত ট্রেইনিং দেয়া হবে যেন তিনি পরবর্তি যেকোন হালনাগাদ প্রতিষ্ঠানের পক্ষ থেকে করতে পারেন (প্রতিষ্ঠানে যদি এমন কেউ না থাকে তবে আমরা মাসিক সার্ভিস চার্জ এর বিনিময়ে এ সেবা প্রদান করে থাকি)।
  • ফাইনাল রিভিউ দেয়া হবে এবং ওয়েব সাইট পাবলিশ করা হবে।

মুল্য তালিকাঃ

.edu.bd ডোমেইন দিয়ে ওয়েবসাইট করতে চাইলে প্রয়োজনীয় কাগজপত্র সহ ডোমেইনের জন্য বিটিসিএল অফিসে আবেদন করতে হবে (এইটা আমরাই আপনাদের জন্য করে দেব)। সকল খরচ সহ .edu.bd ডোমেইনের দাম দুইবছরের জন্য ২৪৫০ টাকা যা কিনা দুইবছর পর পর রিনিউ করতে হবে। এবং ১ জিবি হোস্টিং ১২০০ টাকা যা কিনা প্রতি একবছর পরপর রিনিউ করতে হবে। এই ক্ষেত্রে আপনি চাইলে হোস্টিংও দুই বছরের জন্য নিতে পারেন। সেক্ষেত্রে ২ বছরের জন্য ২ জিবি হোস্টিং খরচ ২৪০০ (ডিসকাউন্ট ৩০০) টাকা। মোট ডোমেইন হোস্টিং খরচ ৪৮৫০টাকা (২ বছরের জন্য )। ডিসকাউন্ট এর পর মূল্য এসে দাঁড়াবে ৪৫৫০ টাকা
# পুর্নাজ্ঞ ওয়েবসাইট ডিজাইন ১০০০০ টাকা

.edu.bd ডোমেইন পেতে যেসব তথ্য জমা দিতে হবে তার নমুনাঃ

  •  প্রতিষ্ঠানের নিবন্ধনের স্কান কপি।
  • প্রতিষ্ঠানের (কলেজ/স্কুল) প্যাডে আবেদন পত্র। (নমুনা আমরা দিবো) 
  • প্রধান শিক্ষকের ন্যাশনাল আইডির স্কান কপি।
  •  বিটিসিএল এর ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ডট বিডি ডোমেইনের আবেদন ফর্ম প্রতিষ্ঠানের সীল ও প্রধান শিক্ষকের স্বাক্ষরসহ।
  • বিটিসিএল এর ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ডট বিডি ডোমেইনের এগ্রিমেন্ট ফর্ম প্রতিষ্ঠানের সীল ও প্রধান শিক্ষকের স্বাক্ষরসহ।

বি:দ্র: আপনি যদি সরকারের নিয়ম কানুন না মেনে আপনার স্কুল বা কলেজের ওয়েব সাইট তৈরী করেন তাহলে সে ওয়েবসাইট পুনরায় তৈরি করা লাগবে। এখান থেকে স্কুল বা কলেজের ওয়েবসাইট নির্মাণের জন্য সরকারী নিয়ম কানুন দেখে নিন ।

যোগাযোগ

মোবাইলঃ 01511223335
ইমেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ www.hostcmt.com

scroll to top
error: কন্টেন্ট সুরক্ষিত !!