ডেডিকেটেড সার্ভার কি?

-সার্ভার-.jpg

ডেডিকেটেড সার্ভার

ডেডিকেটেড সার্ভার একটি স্বয়ংসম্পূর্ণ ইন্টারনেট সার্ভার । যেখানে ইউজার নিজ পচন্দমত অপারেটিং রিস্টেম , হার্ডওয়ার , সফটওয়্যার ব্যবহার করতে পারে । এবং ডেডিকেটেড সার্ভারে থাকে নিজস্য রিসোর্স যা  শেয়ার্ড  নয়  বরং ইউজার ইচ্ছা করলে রিসোর্স শেয়ার  করে ইউজ করতে পারবে । অর্থাৎ  একটি ডেডিকেটেড সার্ভারে সম্পূর্ণ কর্তিত্ব থাকে ইউজার এর হাতে ।

হাই ট্র্যাফিক ওয়েব সাইট , ওয়েব হোস্টিং বিজনেস বা কর্পোরেট সার্ভিস এর ক্ষেত্রে ডেডিকেটেড সার্ভার ইউজ হয়ে থাকে ।

একটি ডেডিকেটেড সার্ভার এর উদাহরন দেখা যাক :

  • PROCESSOR  : Xeon Quad-Core X3440 2.53GHz
  • HARD DISK : 500GB Enterprise SATAIII
  • MEMORY : 8 GB
  • CPU : 8 CPUs
  • MONTHLY BANDWIDTH : 10TB
  • FREE IP ADDRESS : 5
  • CPANEL/WHM : Yes
scroll to top
error: কন্টেন্ট সুরক্ষিত !!