ভিপিএস কি ?

vps.jpg

ভিপিএস কি

ভিপিএস (VPS) হল,ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (virtual private server)। একটা  ডেডিকেটেট সার্ভারকে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের মাধ্যমে একাধিক ভাগে ভাগ করে নোড (slice/node) তৈরী করা হয় । এই একেকটা নোড একেকটা ইন্ডিপেন্ডেট সার্ভারের মত কাজ করে । আর একেই ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বলা হয় ।ভিপিএস ডেডিকেটেট সার্ভারের মতই অপারেটিং সিস্টেমে রান হয়ে থাকে , এবং ডেডিকেটেট সার্ভারের ন্যায় ইউজার কন্টোল থাকে , এবং ক্লায়নেট নিজের স্বাধীন মত সফটওয়্যার ইউজ করতে পারে । ভিপিএস সার্ভার ডেডিকেটেড সার্ভারের থেকে প্রাইজ কম হয়ে থাকে । এবং ভিপিএসে যেহেতু একটি ফিজিক্যাল হার্ডওয়ার ভাগ করে ইউজ হয়ে থাকে সেহেতু ভিপিএস এর তুলনায় ডেডিকেটেড সার্ভারের পারফর্মেন্স ভাল হবে । মুলত অধিক রিসোর্স এর অন্য ডেডিকেটেড সার্ভার ইউজ করা হয় এবং অপেক্ষাকৃত কম রিসোর্স এর জন্য ভিপিএস সার্ভার ইউজ কয়া হয় । একটি ভিপিএস এর উদাহরন দেখা যাক ,

  • ৫০ জিবি ডিস্ক স্পেস

  • ১০০০ জিবি ব্যান্ডউইথ

  • ২ কোর সিপিইউ

  • ১ টি আইপি

  • আপটাইম গ্যারান্টি ৯৯.৯৯%

  • এবং আরো অনেক

scroll to top
error: কন্টেন্ট সুরক্ষিত !!