রিসেলার হোস্টিং কি ?

reseller-host.jpg

রিসেলার হোস্টিং

রিসেলার হোস্টিং ওয়েব হোস্টিং এর একটি অংশ । রিসেলার একাউন্ট থেকে নিজের আন্ডারে রেখে একাধিক হোস্টিং একাউন্ট তৈরি করা যায় । মূলত একজন রিসেলার অন্য হোস্টিং প্রোভাইডার থেকে ওয়েব হোস্টিং কিনে মার্কেটে সেল করে । এখানে একজন রিসেলার হোলসেল দামে হোস্টিং কিনে নিজ ইচ্ছা মত প্যাকেজ বানিয়ে মার্কেটে সেল করতে পারে বা নিজের প্রয়োজনে ব্যাবহার করতে পারে ।

একটি রিসেলার হোস্টিং এর প্যাকেজ দেখা যাক:-

  • ৫০ জিবি ডিস্ক স্পেস

  • ১০০০ জিবি ব্যান্ডউইথ

  • আনলিমিটেড ইমেইল

  • আনলিমিটেড এডঅন ডোমেইন

  • আনলিমিটেড ডেটাবেস

  • আনলিমিটেড সিপেনেল

  • আপটাইম গ্যারান্টি ৯৯.৯৯%

  • এবং আরো অনেক

অর্থাৎ প্রোভাইডারের বেধে দেয়া স্পেস , ডাটা-ট্রান্সফার বা অন্যান্য ফিচারই আপনাকে ইউজ করতে হচ্ছে । এবং এই টোটাল সার্ভিস টা একটা মেইন সার্ভার থেকে আপনাকে প্রোভাইডারের দিচ্ছে । মনে করেন প্রোভাইডার এর  মেইন সার্ভারে মোট ৫০০ জিবি স্পেস আছে । সেখান থেকে ভার্চুয়াল সিস্টেমে ভাগ করে আপনাকে ৫০ জিবি দিচ্ছে ।

scroll to top
error: কন্টেন্ট সুরক্ষিত !!