সি-প্যানেল কি ?

cp.jpg

সি-প্যানেল খুবই জনপ্রিয় ওয়েব ভিত্তিক ওয়েব হোস্টিং নিয়ন্ত্রণ প্যানেল বা কন্ট্রল পেনেল। একটি ওয়েব সাইট এর পুর্ন নিয়ন্ত্রন থাকে সি-প্যানেলএ। ওয়েব সাইট ডেবলপমেন্ট এর মুল হাতিয়ার হল সি-প্যানেল। আসুন দেখেনেই কি কি আছে সি-প্যানেলে 

1. Preferences (পছন্দসমূহ)

2.Mail (ইমেইল)

3.Files (ফাইল)

4.Logs (লগসমূহ)

5.Security (নিরাপত্তা)

6.Database (ডাটাবেস)

7.Domain (ডোমেইন)

8. Advanced(অগ্রসর)

9.Software/Service (সফটওয়্যার / সার্ভিস)

একটি সি-প্যানেল এ মুলত উপরের ৯ ধরনের টুলস নিয়েই সাজানো । সি-প্যানেল অফিসিয়াল ওয়েব সাইট     https://cpanel.net/ । এখান থেকে বিস্তারিত দেখেনিতে পারেন।-

scroll to top
error: কন্টেন্ট সুরক্ষিত !!