গুগল এডসেন্স কি?
গুগল এডসেন্স হল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের একটা সার্ভিস। এটার মাধ্যমে গুগল ব্লগারদের ব্লগে/ওয়েব সাইটে, ইউটিউবারদের ইউটিউব ভিডিওতে, অ্যান্ড্রয়েড অ্যাপসে বিজ্ঞাপন প্রদর্শন করে এবং তার বিনিময়ে ব্লগার, ইউটিউবার, অ্যাপস ডেভোলপারদেরকে টাকা দেয়। ব্লগ/ওয়েবসাইট, থেকে ইনকামের এটাই সবচেয়ে বড়, বিশ্বস্ত এবং বহুল ব্যাবহৃত উপায়।
গুগল কেন আমাদেরকে টাকা দেয়?
গুগল এডওয়ার্ড এর মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের কাছ তাদের প্রতিষ্ঠানের প্রডাক্ট ওয়েবসাইট প্রচারনার চুক্তিতে টাকা নেয়। তারপর এডসেন্স সার্ভিসের মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগে, ইউটিউব ভিডিওতে এবং অ্যান্ড্রয়েড অ্যাপসে টাকা প্রদানকৃত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শন করায়। গুগল এডসেন্স থেকে যত টাকা আয় করে তার থেকে ওয়েবসাইট বা ব্লগের, ইউটিউবার, অ্যাপস ডেভোলপার মালিকদেরকে প্রায় ৬৮% পরিমান অর্থ প্রদান করে এবং বাকি ৩২% অর্থ সার্ভিস পরিচালনা ব্যয় হিসেবে গুগল রেখে দেয়। [ কিছু কম বা বেশি হতে পারে টাকার পরিমান ]
গুগল ওয়েবসাইট বা ব্লগের মালিকদেরকে মাসে কত টাকা দেয়?
অনেকেরই এই ধারনা আছে যে কষ্ট করে গুগল এডসেন্স একাউন্ট পেয়ে গেলেই গুগল আমাকে মাসে মাসে টাকা দিবে। যাদের এরকম ধারণা আছে, তাদের এই ধারনাটি সম্পুর্ন ভুল। কারণটা হচ্ছে—
গুগল আপনাকে মাসে মাসে কোন টাকা দিবে না। কারন গুগল আপনাকে চাকরি দেয়নি। আপনার ওয়েব সাইট এর মাধ্যমে যদি গুগলের কোন ইনকাম না হয়, তাহলে গুগল আপনাকে কেন টাকা দিবে?
এডসেন্স এর টাকার পরিমান নির্ভর করে ওয়েবসাইটের ভিজিটর এর উপর। আপনার যদি বেশি ভিজিটর থাকে তাহলে আপনি ভালো আয় করতে পারবেন, আর না হলে পারবেন না। গুগল আপনার সাইটে বিজ্ঞাপন প্রদর্শন করাবে, এখন আপনার ব্লগের ভিজিটর যদি সেই বিজ্ঞাপন ক্লিক করে বিজ্ঞাপন দাতার ওয়েবসাইটে যায় তাহলেই আপনি টাকা পাবেন। তবে সেটা ফেইক ক্লিক হলে হবে না। ফেইক ক্লিক নিয়ে বিস্তারিত অন্য একটি পোস্টে আলোচনা করব।
কিভাবে টাকা হাতে পাব?
গুগল ওয়েবসাইট বা ব্লগের মালিকদেরকে কি ভাবে টাকা দেয়। ১.ব্যাঙ্ক ট্রান্সফার ২. ব্যাঙ্ক চেক এর মাধ্যমে।
যদি আপনি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা নিতে চান, তাহলে একাউন্টে $100 বা তার বেশি জমা হলে প্রত্যেক মাসের শেষের দিকে আপনার একাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে। টাকা জমা হতেও কিছুদিন সময় লাগে।
আর চেকে নিলে, আপনার একাউন্টে $100 বা তার বেশি জমা হলে প্রত্যেক মাসের ২৩-২৫ তারিখের মধ্যে একটি ব্যাঙ্ক চেক আপনার ঠিকানায় পোস্ট করা হবে। চেক আসতে নরমালি পোস্ট-অফিসের মাধ্যমে আনলে ২০-২৫ দিন সময় নেয়। চেক হাতে পাওয়ার পর চেকটি যে কোন ব্যাঙ্কে জমা দিলেই আপনার একাউন্টে টাকা জমা হয়ে যাবে। টাকা জমা হতেও কিছুদিন সময় লাগে। [তবে আমি মনে করি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা নেয়া ভালো]
এডসেন্স একাউন্ট এপ্রুভ হওয়ার প্রধান শর্ত সমুহ কি?
১। গুগল এডসেন্স এ আবেদন করার পূর্বে আপনার ওয়েবসাইটের বয়স কমপক্ষে ছয় মাস হতে হবে।
২। অবশ্যই ২৫-৩০টি ভালো কুয়ালিটির আরটিকেল থাকতে হবে।
৩। অন্য কোন কোম্পানির এড থাকা যাবে না।
৪। পপ-আপ উইন্ডো যেমনঃ ফেসবুক লাইক বক্স থাকা যাবে না।
৫। কপি-পেস্ট কন্টেন্ট থাকা যাবে না।
৬। কপিরাইট আইন ভঙ্গ করে এমন কিছু রাখা যাবে না।
৭। এডাল্ট, হ্যাকিং, কোন জাতি বা গোষ্ঠীকে নিয়ে ব্যাঙ্গ করা হয়েছে এমন কোন কন্টেন্ট থাকা যাবে না।
৮। গুগল সমর্থন করে না এমন কোন ভাষার কন্টেন্ট থাকা যাবে না।
৯। টপ লেভেল ডোমেইন হতে হবে। অর্থাৎ সাব-ডোমেইন হলে একাউন্ট এপ্রুভ হবে না। (তবে ব্লগস্পট এর বিষয়টা আলাদা)
১০। ওয়েব সাইট আপ্টাইম ভালো হতে হবে।
১১। ওয়েব সাইট এ Privacy Policy ও Terms of Service Inform থাকতে হবে।
এই বিষয় গুলি মেনে চললেই আপনি পেয়ে যেতে পারেন এডসেন্স একাউন্ট। আর নিয়মিত পরিশ্রম করলে একদিন আপনিও মাসে আয় করতে পারবেন হাজার হাজার ডলার।
গুগল এডসেন্স অনুমোদন না পাওয়ার প্রধান ১১ টি কারন দেখতে এই পোস্টি দেখতে পারেন ।
সূত্রঃ গুগল, ইন্টারনেট বিভিন্ন ব্লগ, পারসোনাল এক্সপিরিয়েন্স।