কিভাবে এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফিকেশন/পিন ভেরিফিকেশন করতে হয়?

pin.jpg

এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফিকেশন/পিন ভেরিফিকেশন কি?
আমরা ধরে নিলাম গুগল এডসেন্স একাউন্ট সফলভাবে পেয়ে গেছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আপনার এড্রেস ভেরিফাই করা। এক্ষেত্রে গুগল এডসেন্স আপনার এডসেন্স একাউন্টে দেওয়া বাসার ঠিকানায় আপনাকে একটি পিন মেইলের (পোস্ট অফিস )মাধ্যমে পাঠিয়ে দেয়। এ মেইলটি পাওয়ার পর আপনাকে এই পিনটি গুগল এডসেন্স এর কাছে সাবমিট করতে হয়। এটি সাবমিট সঠিক ভাবে হলেই আপনার এড্রেসটি ভেরিফাই হয়ে গেল।

কিভাবে আপনি আপনার এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফাই করবেন?
আপনার এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফাই করার জন্য প্রথমেই এডসেন্স একাউন্টে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর নিচের মত একটি লাল বার দেখতে পারবেন যেখানে Action নামে একটি বাটন দেখতে পাবেন।




তাছাড়া এই বার্তাটিও থাকবে‘Your payments are currently on hold because you have not verified your address’। অর্থাৎ আপনি আপনার এডসেন্স একাউন্ট খোলার সময় এডসেন্সকে দেওয়া এড্রেসটি এখনো ভেরিফাই না করায় আপনার একাউন্টে জমা হওয়া টাকা আপনি তুলতে পারবেন না। এড্রেস ভেরিফাই করার পরপরই আপনি আপনার এডসেন্সে জমা হওয়া টাকা তুলতে পারবেন।
তবে আপনি আপনার এড্রেসটি তখনই ভেরিফাই করতে পারবেন যখন আপনার এডসেন্স একাউন্টে কমপক্ষে ১০$ থাকবে। ১০$ জমা না হওয়া পর্যন্ত আপনি আপনার এড্রেস ভেরিফাই করতে পারবেন না। ১০$ জমা হলে গুগল এডসেন্স নিজে থেকেই আপনার এডসেন্স একাউন্টের জন্য একটি পিন জেনেরেট করে আর তা আপনার দেওয়া এড্রেসে পাঠিয়ে দেয়। মাঝে মাঝে একাউন্টে ১০$ হওয়া স্বত্তেও এডসেন্স অটোমেটিকেলি পিন জেনেরেট করে তা একাউন্টহোল্ডারের এড্রেসে পাঠায় আসে না । যদি কোনো কারণে এমনটা হয় তাহলে আপনাকে পিন নিজের একাউন্টে সাইন ইন করে পিন জেনেরেট করতে হবে। ‘Your payments are currently on hold because you have not verified your address’ এ লেখাটির পাশে একটি Action নামের বাটন দেখতে পাবেন। এ বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এ বাটনটিতে ক্লিক করলে আপনাকে নিচের মত একটি পেইজে নিয়ে যাওয়া হবে যেখানে আপনাকে জানানো হবে যে আপনার দেওয়া ঠিকানায় পিনটি পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও থাকবে Pin Generate করার তারিখ ও সময় এবং আপনাকে পিনটি যে মেইলে করে পাঠানো হবে তার একটি ছবিও দেয়া থাকবে আপনার সুবিধার্থে।

সাধারণভাবে এডসেন্স পিন মেইল আসতে বেশ কিছু দিন সময় লাগে। মূলত একেক দেশের জন্য এ সময়টি একেক রকম। তবে বাংলাদেশে এ মেইলটি আসতে ১৫-৩০ দিন সময় লেগে থাকে। এডসেন্স থেকে পাঠানো পিন মেইলটি দেখতে এরকম হয়ে থাকে। (আমি এই এডসেন্স মেইলটি পেয়েছি ২৫ দিনের দিন। সহজ এবং তাড়াতাড়ি এডসেন্স মেইন পাওয়ার একটি উপায় আমি পরবর্তী পোস্টে আলোচনা করব।)

এ মেইলের ভেতরে যে পিনটি রয়েছে সেটি আপনাকে এডসেন্সের নিকট পাঠাতে হবে। পিনটি দেখতে অনেকটা এরকম হয়ে থাকে।


পিনটি Submit করার জন্য আপনাকে এডসেন্সে সাইন ইন করে View More>Pin Verification Card>Verify এ ক্লিক করতে হবে। এরপর আপনাকে নতুন একটি পেইজে নিয়ে যাওয়া হবে এখানে Enter Your Pin এ আপনার মেইলে পাওয়া পিনটি দিয়ে Submit বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেইজে নিয়ে যাওয়া হবে যেখানে আপনাকে জানানো হবে যে আপনার এড্রেস ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এভাবে আপনি আপনার এডসেন্স একাউন্টটি ভেরিফাই করে নিবেন। এ ভেরিফিকেশনটি শুধুমাত্র একবার সম্পন্ন করতে হয় আর এটি সঠিকভাবে সম্পন্ন করার পর আপনি আপনার এডসেন্স একাউন্ট থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।

সূত্রঃ গুগল, ইন্টারনেট বিভিন্ন ব্লগ, পারসোনাল এক্সপিরিয়েন্স।

scroll to top
error: কন্টেন্ট সুরক্ষিত !!