ওয়েব হোস্টিং বিজনেস এর জন্য ক্লায়েন্ট এবং বিলিং ম্যানেজমেন্ট সিস্টেম সিলেক্ট করুন

bill.jpg

ওয়েব হোস্টিং বিজনেস এর জন্য ক্লায়েন্ট এবং বিলিং ম্যানেজমেন্ট সিস্টেম সিলেক্ট করুন

ওয়েব হোস্টিং বিজনেস করতে  আপনার প্রয়োজন হবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট , সাপোর্ট পোর্টাল , বিলিং সিস্টেম , সার্ভিস অর্ডার সিস্টেম আরও অনেক কিছু । আর এজন্য আছে ওয়েব এপ্লিকেশন । যা দ্বারা আপনি খুব সহজেই আপনার ক্লায়েন্ট মেনেজ থেকে শুরু করে হোস্টিং বিজনেস পরিচালনা করতে পারবেন ।

ওয়েব হোস্টিং পরিচালনা বা ম্যানেজমেন্ট এর জন্য অনেক সফটওয়্যার আছে , খুব বেশি ইউজার ফ্রেন্ডলি এবং বহুল ব্যবহৃত কয়েকটি –

  1. WHMCS
  2. Blesta
  3. HostBill
  4. Clientexec
  5. Whmautopilot

বর্তমানে সব থেকে বেশি ব্যবহৃত ওয়েব হোস্টিং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট , বিলিং , এবং ক্লায়েন্ট সাপোর্ট সফটওয়্যার এর মধ্যে WHMCS অন্যতম । WHMCS এর কিছু সুবিধা সমূহ ,

ক্লায়েন্ট ম্যানেজমেন্ট , বিলিং , এবং ক্লায়েন্ট সাপোর্ট
ডোমেইন রেজিস্ট্রেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট
ক্লায়েন্ট অটোমেটিক ইনভয়েস , বিলিং রিমাইন্ডার
হোস্টিং এবং ডোমেইন অর্ডার সিস্টেম
প্রোডাক্ট , সার্ভিস অর্ডারিং , তাছাড়া রয়েছে আরও অনেক ফিচার  , অফিসিয়াল ওয়েব সাইট থেকে দেখে নিতে পারেন  http://www.whmcs.com/features

scroll to top
error: কন্টেন্ট সুরক্ষিত !!