ওয়েব হোস্টিং বিজনেস করতে আপনার প্রয়োজন হবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট , সাপোর্ট পোর্টাল , বিলিং সিস্টেম , সার্ভিস অর্ডার সিস্টেম আরও অনেক কিছু । আর এজন্য আছে ওয়েব এপ্লিকেশন । যা দ্বারা আপনি খুব সহজেই আপনার ক্লায়েন্ট মেনেজ থেকে শুরু করে হোস্টিং বিজনেস পরিচালনা করতে পারবেন ।
ওয়েব হোস্টিং পরিচালনা বা ম্যানেজমেন্ট এর জন্য অনেক সফটওয়্যার আছে , খুব বেশি ইউজার ফ্রেন্ডলি এবং বহুল ব্যবহৃত কয়েকটি –
বর্তমানে সব থেকে বেশি ব্যবহৃত ওয়েব হোস্টিং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট , বিলিং , এবং ক্লায়েন্ট সাপোর্ট সফটওয়্যার এর মধ্যে WHMCS অন্যতম । WHMCS এর কিছু সুবিধা সমূহ ,
ক্লায়েন্ট ম্যানেজমেন্ট , বিলিং , এবং ক্লায়েন্ট সাপোর্ট
ডোমেইন রেজিস্ট্রেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট
ক্লায়েন্ট অটোমেটিক ইনভয়েস , বিলিং রিমাইন্ডার
হোস্টিং এবং ডোমেইন অর্ডার সিস্টেম
প্রোডাক্ট , সার্ভিস অর্ডারিং , তাছাড়া রয়েছে আরও অনেক ফিচার , অফিসিয়াল ওয়েব সাইট থেকে দেখে নিতে পারেন http://www.whmcs.com/features